শোকর্বাতা
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মৃত্যুতে নোবিপ্রবি পরিবারের শোক জ্ঞাপন
মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এইচ টি ইমামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম। আজ (০৪ মার্চ ২০২১) বৃহস্পতিবার মাননীয় উপাচার্য নোবিপ্রবি পরিবারের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দের পক্ষে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, এইচ টি ইমাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ৪ মার্চ ২০২১ বৃহস্পতিবার প্রথম প্রহরে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮২ বছর ।
(স্বাক্ষরিত)
রায়হান কায়সার হাশেম
শাখা কর্মকর্তা
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর
নোবিপ্রবি।